অনগ্রসর অসমে ৬৬ হাজার কোটি টাকার বিনিয়ােগ, রাজ্যে সরকারের উচ্ছাস প্রকাশ

ব্ৰহ্মপুত্রবরাক নদীতে সি প্লেন, রিভার ট্যাক্সি চলবে 

অমল গুপ্ত, গুয়াহাটি : 
সৰ্বানন্দ সনােয়াল নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার দিশপুরে ক্ষমতাসীন হয়েই অসমকে সার্বিকভাৱে অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাৱে চেষ্টা চালিয়ে গেছে, তারই ফলশ্রুতি ‘অ্যাভান্টেজ অসম’– বিশ্ব শিল্প বিনিয়ােগ সন্মেলন। পশ্চাদপদ, অনগ্রসর অসম তথা উত্তর-পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার এই প্রথম সুযােগ এল। তার পুরাে কৃতিত্ব দাবী করতে পারেন মুখ্যমন্ত্রী সৰ্বানন্দ সনােয়াল, অৱশ্যই সৌজন্যে প্রধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মােদি দুদিন ব্যাপী বিশ্ব বিনিয়ােগ শিল্প সন্মেলন ব্যাপক ভাবে সফলতা লাভ করেছে। দুদিনে দেশ বিদেশের অগ্ৰনী শিল্পপতিরা অসমের প্রতি প্রচণ্ড আগ্রহ প্রকাশ করে কোটি কোটি টাকা বিনিয়ােগ করার সিদ্ধান্ত নিয়েছেন। দুদিনে প্রায় ৬৬ হাজার কোটি টাকার ১৭০টি সমঝােতা চুক্তি (মৌ) স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা আজ সমঝােতা চুক্তির বহর দেখে উচ্ছাস প্রকাশ করেছেন। 
এই প্রথম অসমের বাঁশ সম্পদকে শিল্প হিসাবে গণ্য করে কয়েকটি সংস্থা কয়েক শ কোটি টাকার ৪টি সমঝােতা চুক্তি করেছে বলে জানালেন বনমন্ত্রী প্রমিলা রাণী ব্ৰহ্ম। স্পাইস জেট কোম্পানী ব্রহ্মপুত্র নদে সি প্লেন চালাবার সিদ্ধান্ত ঘােষণা করেছে, জলে-স্থলে চলবে এই প্লেন। লণ্ডনের মেরিন টাইম নামে এক কোম্পানীও ব্রহ্মপুত্র নদে রিভার ট্যাক্সি চালাবার কথা আজ ঘােষণা করেছে। রিভাৰ ট্যাক্সিও জলে স্থলে চলবে এমনকি রাত্রেও চালানাে যাবে বলে কোম্পানীটির এক মুখপাত্র জানিয়েছেন। উভচর জলযান চালানাে হলে বরাক-ব্ৰহ্মপুত্ৰ নদী সদ্ব্যৱহার হবে। 
কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গুয়াহাটী উপকণ্ঠ পলাশবাড়ীকে টেকনােসিটি হিসাবে গড়ে তােলার সিদ্ধান্ত ঘােষণা করেছেন৷ তিনি জানান— এই টেকনােসিটি নির্মাণের জন্যে ১২০ কোটি টাকা ব্যয় করা হবে। কেন্দ্ৰীয় মন্ত্রী জানান শিলচর, ডিফু, কোকারাঝাড়, মাজুলি এবং নগাঁওতে বি পি ও স্থাপন করা হবে।


বাংলাদেশ সরকারের সঙ্গে ৪ হাজার কোটি টাকার চুক্তি সম্পাদিত হয়েছে। অসম থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে, এবং বাংলাদেশ সরকার অসমে জামদানী শাড়ী, শুকনাে মাছ, রাসায়নিক সার এবং প্লাষ্টিক সামগ্রী পাঠাবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে অসমের সংযােগ স্থাপন করে জাহাজ চালানােরাে বৃহৎ বাণিজ্যিক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানালেন গুয়াহাটীস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাজী মােস্তাসির মুৰ্শেদ৷ তিনি জানান, ভুটান সরকারের সঙ্গেও এক চুক্তি সম্পাদিত হয়েছে বাংলাদেশের কাছ থেকে ভুটান সরকার ঔষধ আমদানী করবে। 
জলসম্পদ মন্ত্রী কেশৱ মহন্ত জানান আই টি সেক্টরে প্রায় হাজার কোটি টাকার ৩২ টি চুক্তি সম্পাদিত হয়েছে। পরিবহন বিভাগের উন্নয়নের লক্ষ্যে কয়েকটি চুক্তি সম্পাদিত হয়েছে। পর্যটন নিগমের চেয়ারম্যন জয়ন্ত মল্ল বরুয়া জানান— কাজিৰঙা রাষ্ট্ৰীয় উদ্যানকে ‘আইকোনিক প্লেস’ হিসাবে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে, যা এক বিরল সম্মান। 
টাটা কোম্পানি অসমের স্বাস্থ্য-চিত্র উন্নয়নে প্রায় হাজার কোটি টাকা ব্যয় করে ১৮টি কেন্সার হাস্পাতাল স্থাপন করবে বলে অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা জানিয়েছে। রাজ্যের উন্নয়নে, শিল্প বিকাশে প্রায় ৭০ হাজার কোটি টাকার সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হলেও কতজন শিল্পপতি অর্থ বিনিয়ােগ করবে তা ভবিষ্যতের প্রশ্ন। কেন্দ্রীয় সরকার ‘ইনভেষ্ট ইণ্ডিয়া’ নামে এক বিভাগ খুলেছে। বিনিয়ােগ করা শিল্পপতিদের সুযােগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করা হয়। ‘অসম ইনভেষ্ট’ নামেও এক বিভাগ খুলে বিনিয়ােগকারী কোম্পানি গুলিকে কি ধরণের সুযােগ সুবিধা দেওয়া যায় সে ব্যাপারে আলােচনা করবে বলে অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা জানান।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: