# অসমের প্ৰথম বিশ্ব বিনিয়ােগ সম্মেলন উদ্বোধন প্ৰধানমন্ত্ৰীর
# দেশ বিদেশের বিভিন্ন শিল্পপতি ৬৫ হাজার কোটি টাকার ১৭৬ টি সমঝােতা চুক্তিতে স্বাক্ষর
অমল গুপ্ত, গুয়াহাটি :
পশ্চিবঙ্গের তৃণমূল নেতৃত্বাধীন মমতা ব্যনার্জি সরকার বিশ্ব শিল্প বিনিয়ােগ সন্মেলন আহ্বান করেছিলেন। সেই সন্মেলনকে কেন্দ্রীয় সরকার প্রায় বয়কট করে। কোনও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পক্ষান্তরে সর্বানন্দ সনােয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকারের ‘এ্যাডভান্টেজ আসাম’ নামে বিশ্ব বিনিয়ােগ সম্মেলনে স্বয়ং প্রধান মন্ত্ৰী নরেন্দ্ৰী মােদী উপস্থিত থেকে সম্মেলনের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিলেন।
দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপতিরা উপস্থিত ছিলেন। গুয়াহাটি সরুসজাই ময়দানে প্রধানমন্ত্রী মােদী এই সম্মেলন উদ্বোধন করে সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার তের বছর বয়সে লেখা এক কবিতা ‘অগ্নিযুগের ফিরিঙতি’ শীৰ্ষক কবিতাটির দুটি স্তবক উচ্চারণ করে কবিতাটি হিন্দী অনুবাদ করে শােনান। তিনি বলেন ২০২২ সালে নতুন ভারতের সংকল্প নিয়ে নতুন ভারতের স্বপ্ন দেখান। অসম প্ৰকৃতার্থে দক্ষিণ এশিয়ার এক্সপ্রেস ওয়ে।
অসমকে দক্ষিণ পূর্ব এশিয়ার চালিকা শক্তি বা ইঞ্জিন হয়ে উঠতে হবে। তিনি বলেন বাংলাদেশ সরকার অসমে দূতাবাস খুলেছে ভুটান সরকারও দূতাবাস খুলেছে গত কাল। মুখ্য মন্ত্রী সর্বানন্দ সনােয়ালের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সর্বানন্দ অসমের আনন্দ। রাজ্যে ভ্ৰষ্টাচার মুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তােলার লক্ষ্যে সর্বানন্দ কাজ করছেন। উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে অষ্টলক্ষ্মী বলে উল্লেখ করে প্রধান মন্ত্রী মােদী বলেন এই অঞ্চলের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। ভারতে দুগুণ গতিতে সড়ক ও রেল পথ নির্মাণে কাজ চলছে সেই সঙ্গে বৈদ্যুতিকরণের কাজ চলছে।
এক্ট ইষ্ট নীতির অভিকেন্দ্র হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, আশিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সংযােগ গড়ে তুলছে এই উত্তর পূর্বাঞ্চল। ত্রিপুরার সঙ্গে আখৌড়ার সংযােগ স্থাপন করে বাংলা দেশের সঙ্গে সম্পর্ক গড়া হচ্ছে। গুয়াহাটী উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গুয়াহাটীকে স্মার্ট সিটি হিসাবে গড়া হচ্ছে।
গুয়াহাটীতে এইমস স্থাপনের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গুয়াহাটী বরঝার বিমান বন্দরকে বিশ্ব পর্যায়ের টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামাে উন্নয়নে কেন্দ্রীয় সরকার ১০০ শতাংশ হারে অনুদান মঞ্জুর করবে। বিশ্ব পর্যায়ের সম্মেলনে ভিয়েতনাম, ম্যানমার, কাম্বােডিয়া, জাপান, লাওস, বাংলাদেশ, ভুটান, জাৰ্মানী, কোরিয়া, এবং ইজরাইল প্রভৃতি দেশের কয়েক হাজার প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন।
ভুটানের প্রধান মন্ত্রী শেরিং টবকেও অংশ গ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্ৰী কিরেন রিজেজু, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু, আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ছাড়াও রিলায়েন্স ইণ্ডাষ্ট্রিজের চেয়াৰমেন মুকেশ আম্বানি সহ দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতিরা উপস্থিত ছিলেন। মুকেশ আম্বানি বলেন— অসমের সঙ্গে তার গভীর সুসম্পর্ক আছে, কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে তিনি রাজ্যের উন্নয়নে আত্ম নিয়ােগ করেছে। অসমে উন্নয়নে রিলায়েন্স ৫ হাজাৰ কোটি টাকা বিনিয়ােগ করেছে, রাজ্যে জিওর ৩০ লক্ষ গ্রাহক আছে। রিলায়েন্স কোম্পানি অসমে বিশ্ব মানের ফুটবল একাডেমি ছাড়াও জৈৱ-বৈচিত্র্যর সংরক্ষণের তাগিদে এক বিশ্ব বিদ্যালয় স্থাপন করবে। ভুটানের প্রধান মন্ত্রী শেরিং টবকে ভারতের সঙ্গে ভুটানের ৫০ বছরের সম্পর্ক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন– ভুটানে সার্বিক উন্নয়নে ভারতের সহযােগিতা পাওয়া যাচ্ছে। ‘এ্যাণ্টেজ অসম’ মানেই ‘এ্যাড়ভাণ্টেজ ভুটান’ এমন মন্তব্য করেন প্রধান মন্ত্রী শেরিং টবকে। সেঞ্চুরী প্লাইবাের্ড কোম্পানি রাজ্যে হাজার কোটি টাকা বিনিয়ােগ করবে বলে জানান সেঞ্চুরী প্লাইবাের্ডের কৰ্ত্তা সজন ভজঙ্কর।
0 comments: