অমল গুপ্ত, গুয়াহাটি :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ ক্রমে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বিধায়করা অসম সফরে আসছেন। এই প্রতিনিধি দল রাজ্যের ডিটেনশন ক্যাম্পগুলির দূরবস্থা সচক্ষে দেখার জন্য আসছেন। মমতা অভিযােগ করেছেন, রাজ্যে এন আর সির নামে সংখ্যালঘু জনগােষ্ঠীকে হেনস্থা করা হচ্ছে। ডিটেনশন ক্যাম্পগুলিতে প্রকৃত ভারতীয় নাগরিকদের আটক করে রেখে মানবিকতা লঙ্ঘন করছে অসম সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক সােনারুল শাহ মােস্তফা আজ এ কথা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পুত্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি, আলিপুর দুয়ারের বিধায়ক তথা অসমের দায়িত্ব প্রাপ্ত নেতা সৌরভ চক্রবর্তী, হুগলির বিধায়ক মানস মজুমদার প্রমুখ নেতারা আগামি ১১ এপ্রিল গুয়াহাটি আসছেন। গুয়াহাটিতে এক কর্মী সভায় যােগদান করা ছাড়াও রাজ্যের বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করে এন আর সি উদ্ভূত পরিস্থিতি এবং ডিটেনশন ক্যাম্পগুলির দূরবস্থা জানার চেষ্টা করবে। ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে প্রতিবেদন দাখিল করবেন। ১১ এপ্রিল গুয়াহাটি এসে পরের দিনই কোকরাঝাড় এবং গােয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করবেন বলে সাধারণ সম্পাদক জানান। তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
0 comments: