শিলং থেকে ননী গোপাল ঘোষ :
বসন্ত কালের লাল-গোলাপী চেরী গাছে শিলং পাহাড়ী শহর ভরে উঠেছে৷ জাপানের বিখ্যাত চেরী গাছ আজ শিলঙের সৌন্ধৰ্য্য শতগুণ বাড়িয়ে দিয়েছে৷ শুধু চেরী নয়, সুদূর বিস্তৃত পাইন, রক্তাক্ত রোডোড্ৰেনড্ৰন পাহাড়ী ফুল, বিখ্যাত চেরাপুঞ্জির মেঘ-বৃষ্টির খেলা, মায়াবী ঝর্না, বুনো নাসপাতি, ষ্টবেরী ফল শিলংকে নতুন মাত্ৰা দিয়েছে৷ দেশ-বিদেশের হাতছানি আজ শিলঙের চেরী ব্লজম উৎসবের দিকে৷
মেঘালয় সরকার আগামী ৮-১১ নভেম্বর শিলঙে দ্বিতীয়তম চেরী ব্লজম উৎসব পালন করতে চলেছে৷ ভারতের একমাত্ৰ শিলং শহরে মেঘালয় সরকারের উদ্যোগে গত বছর থেকে এই চেরী গাছ রোপনের কাজ শুরু হয়েছে৷ খাসি পাৰ্বত্য জেলার শিলং লেক এবং অন্যান্য অঞ্চলে শ-শয়ে চেরী গাছের ফুল পাহাড়ী শহরের সৌন্ধৰ্য্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে৷ ইনষ্টিটিউট অফ বায়োরিসোৰ্সেস এ্যন্ড সাষ্টেনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে শিলং শহরে ৩ হাজারেরও বেশি চেরী গাছ রোপন করা হয়৷ আগামী ৮ নভেম্বর শিলং লেকের পাশে এই উৎসবের সূচনা হবে৷ রক মিউজিক, গান-নৃত্য, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে চেরী ব্লজম উৎসব পালন করা হবে৷ যা দেশের মধ্যে অন্যতম বিরল৷
আই বি এস ডি-র ডিরেক্টর দীনবন্ধু সাহু উত্তর পূৰ্বাঞ্চলের প্ৰাকৃতিক সম্পদের প্ৰতি গুরুত্ব আরোপ করে বলেছেন— চেরী ব্লজম উৎসব সফল হবে৷ এই অঞ্চলে ইকো ট্যুরিজম এন্ড বায়ো-ইকোনমিকের ফলে অৰ্থনৈতিক স্বাচ্ছলতা আসবে৷ সিকিম এইভাবে জৈব বৈচিত্ৰে রাজ্যটিকে পূৰ্ণ করেছে৷
এদিকে ষ্টবেরী উৎপাদন করে মেঘালয়ের রিভয় জেলা অৰ্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে৷ হাজার হাজার টন ষ্টবেরী ইউরোপের বিভিন্ন শহরে রপ্তানি করা হচ্ছে৷ চেরী ব্লজম ভালোবাসার গাছ৷ চেরী ব্লজম গোলাপী ফুলে ভরে উঠলে শীতের সূচনা হয়৷ শ্ৰীনগরকে যেমন বিদেশী চীনার গাছে নিজস্ব স্বকীয় ও বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করেছে, ঠিক তেমনই বিদেশি গাছ চেরী ব্লজম শিলংকে বিশ্ব দরবারে পৌছে নিতে সাহায্য করেছে৷
0 comments: